Navi

FastStone Capture

পিসির HD ফরম্যটের ভিডিও টিউটোলিয়াল তৈরি এবং স্কিন রেকর্ড এর জন্য আমার দেখা সেরা সফটয়্যার এটি। এছাড়াও এই সফটয়্যার এর আরো অনেক ফিচার রয়েছে FastStone Capture দ্বারা যেকোন ইমেজকে PDF ভার্সনে কনভার্টক করা যায়,এই সফটওয়্যারটি সাইজেও অনেক ছোট, আপনাদের জন্য আমি এটার পোর্টেবল ভাশনর্টি শেয়ার করছি আপনার পিসিতে কোন প্রকার ইন্সটল করার ঝামেলা ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন। প্রথমে এটি ডাউনলোড করে ইন্সটল করুন। 





এর পর কম্পিউটারের সিস্টেম ট্রেএর সেটিংস অপশনের Toolbar থেকে Run & minimize অপশনটি চেক করে দিন অথাৎ এই অপশনে টিক দেওয়া থাকলে কম্পিউটার ওপেন হওয়ার সময় সফটওয়্যারটি নিজে নিজেই ওপেন হবে। এখন নিচের মার্ক করা অপশন থেকে গুরুত্বপূর্ন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি।


Open File In Editor = ছবি এডিট করার জন্য প্রথমেই এই অপশনের মাধ্যমে ছবিটি ওপেন করে তার পর যাবতিয় কাজ সমুহ সম্পাদন করতে হয়।

Capture Active Window = পিসির চলমান বা স্থির কোন দৃশ্যের স্কিন শর্ট
 নেওয়ার পর সেটি সেভ করার আগেই এডিট করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়ে থাকে।

Screen Recorder =  এই অপশনের স্কিন রেকড তথা HD ফরম্যটের ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয়।


 সিস্টেম ট্রে থেকে Setting অপশনের Hotkeys থেকে নিজের পছন্দ অনুজায়ি এই সফটওয়্যার এর বিভিন্ন শটকাট কি তৈরি করে নিতে পারেন, অথবা পূর্ব থেকে দেওয়া শর্টকাট কি ব্যবহার করে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারেন।


Top 14 Free Softwer


Open source বা Freeware সফটওয়্যার


আমারা যারা পিসি ইউজার রয়েছি তাদের সকলের কাছেই Open source বা Freeware সফটওয়্যার একটা গুরত্ব রয়েছে। কারন এসব সফটওয়্যার ব্যবহার করার জন্য কোন নগদ অর্থ ব্যয় করতে হয় না। আবার এই সকল সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে কোন প্রকার প্রাইভেসি ও নিতি মালা ভঙ্গ হয় না তাই আমার কালেকশন থেকে সেরা ১০০ ফ্রি সফটওয়্যার এর মধ্যে আপনার যেটা প্রয়োজন নিয়ে নিন।



ToFreeze olwiz Time এটি একটি system sandbox টুলস এটি আপনার পিসিকে ডিপফ্রীজ অবস্থায় রেখে বিভিন্ন ধরনের ভাইরাস, ম্যালওয়ার ও ক্ষতিকর প্রোগ্রামের হাত থেকে রক্ষা করে। এটি ব্যবহারের পর পিসি রিস্টার্ট নিলে পিসি পূর্বের মত অবস্থায় ফিরে যায়, ফলে কম্পিউটার থাকে নিরাপদ।

Comodo Firewall এটি আপানর ইন্টানেটের অবাধ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করে এবং বিভিন্ন প্রকার ক্ষতিকারক ভাইরাস, কীলগার ও হ্যাকারের আক্রমন প্রতিহতকরে।

Malwarebytes  Anti­Malware এটি ম্যালোয়ার জাতিয় বিভিন্ন worms, trojans, rogues, rootkits, spyware এর ক্সতির হাত থেকে আপানকে নিরাপত্তা প্রদান করে। এটি অতি দ্রুতি আনার সিস্টেমের ক্ষতিকারক প্রোগ্রাম চিন্হিত করে ধ্বংস করে এবং পিসির সবেচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।

Wise Folder Hider এটির মাধ্যমে আপনার পিসির ফাইল এবং ফোল্ডার গোপন করে অন্যের হাত থেকে আপনার গুরুত্বপূর্ন ডাটা সংরক্ষন করতে পরবেন।

Free Opener  এটার মাধ্যমে প্রায় ৩৫০ এর অধিক ফাইল ওপেন করতে পারবেন। ফলে আপনাকে একাধিক ফাইল ওপেন করার জন্য ভিন্ন ভিন্ন সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন হবে না।

WPS Office এই সফটওয়্যার এর মাধ্যমে Microsoft Office এর প্রায় সমস্ত কাজই আপনি সম্পন্ন করতে পারবেন। এছাড়াও এই সফটওয়্যার এর আরো কিছু ফিচার রয়েছে।

doPDF এটি একটি universal PDF converter এর মাধ্যমে বিভিন্ন ফাইলকে অফিস রিলেটেড ডকুমেন্ট এবং বিভিন্ন ওয়েব পেজ এর একটি নির্দিস্ট অংশকে PDF ফাইলে রুপান্তর করতে পারবেন, এ ছাড়াও  PDF ফাইল এডিট করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এটি প্রায় ৪০০ এরও অধিক ফাইল ফরম্যাট সমর্থন করে।

Defraggler এর মাধ্যমে আপনার কম্পিউটারের গতি বৃদ্বি করা, হার্ড ডিস্ক এর অবব্যহৃত জায়গাকে Defraggment করা হয়।

FileZilla এটি একটি FTP solution প্রোগ্রাম এটি বিভিন্ন FTP ও SSH FTP ও SSH সমর্থন করে। এটি ব্যবহার করার সময় Pause & resume transfer, site manager, drag & drop, directroy configuration, remote file search সহ আরো অনেক ফিচার ব্যভহার করতে পারবেন।

Virtual DJ  যে কোন অডিও ফাইল কিংবা MP3 গান এর সাথে বিভিন্ন মিউজিক ইফেক্ট যুক্ত করে সেগুলো শ্রুতি মধুর করার ক্ষেত্রে Virtual DJ এক অনন্য ভুমিকা পালন করে।

IrfanView এর মাধ্যমে বিভিন্ন ছবিকে এডিট করা সহ ছবি ভিউয়ার হিসেবে এটা ব্যবহৃত হয়ে থাকে। এটি জেপিজি সহ অনেক ফাইল ফরমেট সমর্থন করে থাকে।

RIOT বা Radical Image Optimization Tool  এই খুদ্র সফটয়্যারটি দ্বারা ছবি এডিট করা সহ বিভিন্ন ইমেজকে ক্রপিং ও অপটিমাইজ করা সম্ভব।

Avast! Free Antivirus সবথেকে ভালো মানের ফ্রি এন্টিভাইরাস, তবে এটি ফ্রি ব্যবহার হলেও আপনাকে রেজিট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে avast কোম্পানি কতৃক প্রদত্ত রেজিট্রেশন কী ব্যবহার করে আপডেট করে এই সফটওয়্যার ব্যবহার করতে হবে। এটি আপনাকে বিভিন্ন ভাইরাস ও ট্রোজান এর আক্রমন প্রতিহত করে আপনার পিসিকে সবোচ্চ নিরাপত্তা প্রদান করে থাকে।

Malwarebytes’ Anti­Malware এটি অপনার পিসির সকল প্রকার Malware চিহ্নিত করে আপনাকে সর্তক বার্তা প্রদান করেবে। এটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পিসিকে সম্পূর্ন Malware মুক্ত রাখতে পারবেন। এটি অন্য যে কোন এন্টিভাইরাসের সাথে ব্যবহার করা যায়। তবে এটিকে আপডেট করে ব্যবহার করতে হয়। এই Malwarebytes সফটয়্যারটির পিসি ভাইরাস খুব দ্রুত স্ক্যান করে।