একটি সুস্থ ফিমেল খরগোশ সর্ব প্রথম ৫ মাস বয়সের আগেই বাচ্চা প্রদানের উপযুক্ত হয়। কিন্তু খরগোশ গর্ভবতি হলে নতুনরা সহজে বুঝতে পারে না। তাই নতুনদের জন্য কয়েকটি টিপস্ শেয়ার করছি।
১ = খরগোশের মেটিং হওয়ার পরে দিন গননা করে, সাধারনত খরগোশের গর্ভকাল ৩০-৩৫ দিন।
২ = পেটের আকৃতি দেখে, মেটিং এর ২০-২৫ দিন পরে পেটের নিচের অংশ কিছুটা ভারি দেখাবে।
৩ = ওজন র্নিনয়ের মাধ্যমে, অর্থাৎ স্বাভাবিক অবস্থার থেকে প্রেগনেন্ট অবস্থায় ওজন কিছুটা বেশি থাকবে। আপনি সবসময় খরগোশ কোলে নিয়ে আদর করলে যতটুকু ওজন থাকবে প্রেগনেন্ট হওয়ার পরে ওজন কিছুটা বেশি হবে। তাই সহজেই হাতে নিয়ে বুঝতে পারবেন প্রেগনেন্ট কিনা।
৪ = মাদী খরগোশ গর্ভবতী হলে মদ্দা খরগোশ ওর শরীরের গন্ধ শুকে বুঝতে পারে, তাই এই সময়ে সে যৌন মিলন থেকে বিরত থাকে।
উপরের ছবিতে স্বাভাবিক অবস্থায় পেট অনেক হাল্কা দেখাচ্ছে।