Navi

যে কারনে ব্লগার ব্লগে Comment অপশনে Anonymous অপশন যোগ করা গুরুত্বপূর্ন।

ব্লগার ব্লগে ভিজিট করার সময় বিভিন্ন প্রয়োজনে কমেন্ট করার প্রয়োজন হয়। তবে কমেন্ট অপশনের জন্য Anonymous অপশনটি সব ব্লগে থাকে না। এটি ব্লগে যুক্ত থাকলে যে কোন ভিজিটর Anonymous অপশনটি সিলেক্ট করে কমেন্ট করতে পারে। এই অপশনটি না থাকলেও Wordpress বা Google মেইল এ লগিন থাকা ইউজাররা উক্ত অপশনটি সিলেক্ট করে কমেন্ট করতে পারে। তবে যে সব ইউজার Wordpress বা Google এ লগিন থাকেনা তাদের জন্য আমরা Anonymous অপশনটি যুক্ত করবো।


এবার আমরা যে ভাবে এই অপশনটি ব্লগার ব্লগে যুক্ত করবো। প্রথমে ব্লগে লগিন করে ড্যাসবোর্ড থেকে Setting অপশনে যান নিচের মত।


এর পর Post and comments অপশনে ক্লিক করে উপরে দেখুন Who can comment এর ডানে টি অপশন রয়েছে সেখান থেকে Anyone অপশন সিলেক্ট করুন।



 এর পর ডানে একদম উপরে Save settings অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন তাহলে আপনার ব্লগের কমেন্ট অপশনে Anonymous অপশনটি যুক্ত হবে।

জেনে নিন আপনার কম্পিউটার দৈনিক বা সপ্তাহে কতঘন্টা চালু থাকে

অনেক কম্পিউটার ইউজার ঘন্টার পর ঘন্টা বিভিন্ন কাজে সময় ব্যয় করে। আপনি ইচ্ছে করলে সময়টা জানতে পরেন, এ জন্য প্রথমেই Windows এর ডিফল্ট ভাবে সময় দেখার নিয়মটা অনুসরন করে জানুন আজ কত ঘন্টা কম্পিউটার চালু রয়েছে।

এ জন্য প্রথমে কম্পিউটারের টাস্কবারে রাইট ক্লিক করে Start Task Manager এ ক্লিক করুন।



এর পর ওপেনকৃত মেনু থেকে ৪ নম্বরে  Performance অপশনে ক্লিক করুন। নিচের মত



৩ নম্বরে Up Time থেকে ডানে যে সময় দেখা যাচ্ছে 0:01:11:00 অর্থাৎ আমার কম্পিউটার চালু করা হয়েছে ১ ঘন্টা ১১ মিনিট আগে। এভাবে কম্পিউটার যতখন চালু থাকবে তা দেখা যাবে উপরের নিয়মে। তবে কম্পিউটার কোন কারনে অফ করে চালু করলে পুনরায় নতুন করে সময় গননা শুরু হবে।

তবে আপনি এক সপ্তাহ বা তারও অধিক দিনে কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করেছেন এটা জানতে চান তাহলে তার  জন্য আপনাকে Pc On / Off Time এই ফ্রিওয়ার সফটওয়্যারটি ব্যবহার করতে হবে। দেখুন আমার কম্পিউটারের একটি চিত্র



১ = নম্বর অপশনে ১০ তারিখ থেকে দেখাচ্ছে আমার পিসি ২৪ ঘন্টায় কতখন চালু ছিল। ১০ তারিখ এর পুর্বের তারিখ এর টা দেখাচ্ছে না করণ আমি ১০ তারিখ আমার কম্পিউটারে উন্ডোস সেটাপ দিয়েছি তাই পুর্বের তারিখ দেখাচ্ছে না।

২ = এটি যেহেতু ফ্রিয়্যার তাই সবাধিক তিন সপ্তাহের রানিং সময়টা দেখাবে।

৩ = আমার পিসির ১০-১৫ তারিখের  সময়টা দেখাচ্ছে। এবং একেবারে নিচে দেখুন Daily average সময়টাও দেখাচ্ছে। অর্থাৎ আজকে আমার পিসির রানিং সময়টা দেখাচ্ছে।

৪ = মার্ককৃত বাটনটি ব্যবহার করে আপনি পুর্বের দিনগুলোর পিসির রানিং সময়টা স্ক্রল করে দেখতে পারবেন।

Pc On / Off Time এর ফ্রি ভার্সনটি ডাউনলোড  করুন। এটি সাইজেও অনেক ছোট মাত্র 297 KB




যেভাবে Windows এর ডিফল্ট ফন্ট চেঞ্জ করবেন

Windows-7 এ যেভাবে ডিফল্ট ফন্ট চেঞ্জ করার জন্য প্রথমে ডেস্কটপ এ রাইট ক্লিক করে  Personalize এ যেয়ে Windows Color থেকে Advance appearance settings যান, নিচের মত



এখান থেকে ৩ নম্বর অপশনে Icon সিলেক্ট করুন এর পর ৪ নম্বর অপশনে আপনার পছন্দকৃত ফন্ট সিলেক্ট করে ৫ নম্বর অপশনে ফন্টের সাইজ নির্ধারন করুন, নিচের ছবির মত

 

সব শেষ Apply বাটনে ক্লিক করে দেখুন কম্পিউটারের ফন্ট এবং ফন্টের সাইজ পরিবর্তন হয়েছে কিনা । সব শেষ আপনার কম্পিউটারের ফন্ট নিচের মত দেখাবে।



উপরে ডানে লাল মার্ক  করা ছবিতে দেখুন দেখুন আমি ফন্ট হিসেবে MV Boli এবং সাইজ হিসেবে 9 দিয়েছি
আশাকরি উপরের মত করে কাজগুলো করলে আপনার কম্পিউটারের ফন্ট এবং ফন্টের সাইজ পরিবর্তন হবেই।