Navi

আমার ছেলেবেলার সেই দিন গুলো।



2010

2011

2016

2016

কিছু পেন্সিল স্কেস দেখে নিন আশাকরি আপনার ভালো লাগবে।















অসাধারন ৪ টি জোকস, অবশ্যই ভালো লাগবে।




বিদেশের এক রেস্টুরেন্টতিনজন বাবুর্চি সেখানে কাজ করেএকজন চাইনিজ, একজন জাপানীজ আরেকজন বাংলাদেশীতিনজনের ভিতর খুব রেষারেষিএকদিন একটা মাছি ঢুকছে কিচেনেসাথে সাথে চাইনিজটা একটা ছুরি নিয়া এগিয়ে গেলোকিছুক্ষন সাইসাই করে চালালো বাতাসেমাছিটা পরে গেলো চার টুকরা হয়েসে বাকি দুইজনের দিকে তাকিয়ে বলল, " এইভাবে আমরা আমাদের শত্রুদের চার টুকরা করে ফেলি।"

আরেকদিন মাছি ঢুকতেই জাপানিজটা এগিয়ে গেলোসাইসাই করে ছুরি চালালোমাছি আট টুকরা হয়ে গেলোসে বাকি দুইজনের দিকে তাকিয়ে বলল, " এইভাবেই আমারা আমাদের শত্রুদের আট টুকরা করে ফেলি"

পরেরদিন মাছি ঢুকেছে একটাবাংলাদেশীটা এগিয়ে গেলোবেচারা অনেকক্ষন ছুরি চালালোহাপিয়ে গিয়ে এক সময় চলে এলোবাকি দুইজন বলল - কি তোমরা তোমাদের শত্রুদের কিছুই করো না? -হুমমমম...তোরা বুঝোস না কিছুইএমন কাম করছি যে অই মাছি আর কোনোদিন বাপ হইতে পারবো না

ভরা বাসে তিব্র চাপাচাপির ভিতর দাড়িয়ে এক ব্যাক্তি ক্রমাগত বায়ু ত্যাগ করছিলেনপাশের ভদ্রলোক অনেকক্ষন সহ্য করে বললেন ভাই ভাল হচ্ছে না কিন্তুতবুও ভদ্রলোক একই কাজ করতে থাকলেন এবং পাশের ভদ্রলোক বলতে থাকলেন "ভাই ভাল হচ্ছে না কিন্তু" এভাবে তিনবারের পর বায়ু ত্যাগকারী ভদ্রলোক খেপে যেয়ে বললেন "আমার দ্বারা এর থেকে ভাল দেয়া সম্ভব নয়


জসিমের সেভ করা দরকার হলো ....তাই সে গেল তার পাড়ার নাপিতের কাছে । নাপিত মাত্র জসিমের গালে ফোম লাগিয়েছে , এমন সময় জসিম বলল , '' আমার গাল তা একটু ভাঙ্গা , তাই মসৃন সেভ হয়না , দয়া করে খুব সাবধানে মসৃন সেভ করে দাও ''। নাপিত করলো কি , একটা কাঠের ছোট গোল বল জসিমের গালের ভিতরে ঢুকিয়ে দিল , তারপর সেভ করা শুরু করলো কিছুক্ষণের মাঝেই জসিম বুঝতে পারল , আসলেই খুব ভালো ও মসৃন সেভ হচ্ছে গালের ভিতর বলটি নিয়ে জড়ানো গলায় জসিম বলল , '' খুব ভালো .... কিন্তু এখন যদি আমি বল টি গিলে ফেলি, তাহলে কি হবে ?? '' নাপিত একটুও বিচলিত না হয়ে বলল, '' ঐটা কোনো বেপার না, সবাই যেমনে পরের দিন ফিরত দিয়া যায় , আপনেও কাইলকা আইসা ফিরত দিয়া যাইয়েন ''


রেলগাড়ির কামরায় উঠল এক বাংলাদেশিতার সঙ্গে বিশাল বোঝাবোঝাটা ওঠানোর দরকার ওপরের তাকে। কিন্তু তার গায়ে জোর কম, সে কিছুতেই নিজের ঘাড়ের ওপর বোঝাটা তুলতে পারছে না। এগিয়ে এল এক পাকিস্তানিবোঝাটা এক ঝটকায় তুলে দিল তাকের ওপর। তারপর বাংলাদেশিকে বলল, ‘রুটি খাও, গায়ে জোর হবে’ বাংলাদেশি খানিক পর রেলগাড়ির চেইন টানার চেষ্টা করতে লাগল
কিন্তু তার ভাবখানা এমন, কিছুতেই সে চেইন টেনে জুত করতে পারছে না। তার সাহায্যে এগিয়ে এল পাকিস্তানিটিচলন্ত ট্রেনের চেইনটা টেনে দিল সে এবং আবারও বলল, ‘রুটি খাও, গায়ে বল হবে’ ততক্ষণে রেলপুলিশ এসে হাজিরকে চেইন টেনেছে? দাও, ২০০ টাকা জরিমানা’ বেচারা পাকিস্তানি অর্থদণ্ড দিতে বাধ্য হলোতখন বাংলাদেশি বললভাত খাও, বুদ্ধি হবে


ভয় পেয়ো না, আমি আর পিছু ফিরে আসব না


egazi2010.blogspot.com


যদি কখনও শোনো এই আমি আর নেই এই সুনীল ধরায়, জানি কাঁদবে হয়ে অসহায়, কিন্তু ভয় পেয়ো না আমি আর পিছু ফিরে আসব না

কাক ডাকা  ভোরে অথবা কোনো এক সকালে, যদি মনে পরে যায় অতীতের কোনো কথা, এক ফোঁটা হলেও ঝরিও তোমার দুটি চোখের পানি, না না ভয় পেয়ো না আমি আর পিছু ফিরে আসব না

যদি কখনও হাঁটতে হাঁটতে একলা মনে হয় নিজেকে, চোখ বন্ধ করে ডেকো একটিবার এই আমাকে, ছাঁয়ার মতো থাকব তোমার প্রতিটি পদক্ষেপে, ভয় পেয়ো না চিরো কালের মতো তোমার কাছে পিছু ফিরে আমি আসব না

যদি কখনো মেঘলা আকাশে দেখতে পাও চাঁদটাকে, বইছে মাতাল হাওয়া এমন কোনো রাতে, চাঁদের মাঝে যদি দেখো আমার সেই চেহারা, একটু মনে করো বলেছিলাম তোমায় এমন

কোনো একটি রাতের কথা, যে রাতে আমার স্মরণে পরবে চোখের পানি হাজার জনের মাঝে থেকেও একলা হবে তুমি যাকে বলে ভীরের মাঝেও একা, একটু কেঁদো মন খুলে, না না ভয় পেয়ো না আসব নাকো আমি

জানি থাকবে না মনে এই আমাকে, তোমার প্রথম ভালোবাসা নই আমি জানি অনেক ভুল করেছি ক্ষমা করো তুমি সত্যি বলছি আর কোনোদিনও ফিরব নাকো আমি "পারলে আমায় মনে রেখো আর ভালো থেকো তুমি "


"ভয় পেয়ো না, আমি আর পিছু ফিরে আসব না"

যদি কখনও শোনো এই আমি আর নেই এই সুনীল ধরায়, জানি কাঁদবে হয়ে অসহায়,
কিন্তু ভয় পেয়ো না আমি আর পিছু ফিরে আসব না

কাক ভোরে অথবা কোনো এক সকালে, যদি মনে পরে যায় অতীতের কোনো কথা, এক ফোঁটা হলেও ঝরিও তোমার দুটি চোখের পানি, না না ভয় পেয়ো না আমি আর পিছু ফিরে আসব না

যদি কখনও হাঁটতে হাঁটতে একলা মনে হয় নিজেকে, চোখ বন্ধ করে ডেকো একটিবার এই আমাকে, ছাঁয়ার মতো থাকব তোমার প্রতিটি পদক্ষেপে, ভয় পেয়ো না চিরো কালের মতো তোমার কাছে পিছু ফিরে আমি আসব না

যদি কখনো মেঘলা আকাশে দেখতে পাও চাঁদটাকে, বইছে মাতাল হাওয়া এমন কোনো রাতে, চাঁদের মাঝে যদি দেখো আমার সেই চেহারা, একটু মনে করো বলেছিলাম তোমায় এমন

কোনো একটি রাতের কথা, যে রাতে আমার স্মরণে পরবে চোখের পানি হাজার জনের মাঝে থেকেও একলা হবে তুমি যাকে বলে ভীরের মাঝেও একা, একটু কেঁদো মন খুলে, না না ভয় পেয়ো না আসব নাকো আমি

জানি থাকবে না মনে এই আমাকে, তোমার প্রথম ভালোবাসা নই আমি জানি অনেক ভুল করেছি ক্ষমা করো তুমি সত্যি বলছি আর কোনোদিনও ফিরব নাকো আমি




৩ টি জোকর্স আশাকরি ভালো লাগবে।


৩ টি জোকর্স আশাকরি ভালো লাগবে।


egazi2010.blogspot.com

স্বামী- স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর স্ত্রীকাপড় চোপড়সহ ব্যাগ গোছানোশুরু করল
স্বামীঃ ব্যাগ গোছাও কেন? 
স্ত্রীঃ আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি 
এরপর স্বামীও ব্যাগ গোছানো শুরু করল 
স্ত্রীঃ তুমি আবার কই যাও!!! 
স্বামীঃ আমিও আমার মায়ের কাছে চলে যাচ্ছি 
স্ত্রীঃ তাহলে আমাদের এই টা বাচ্চাকাচ্চা দেখবে কে??? 
স্বামীঃ তুমি তোমার মায়ের কাছে যাচ্ছ, fine, আমিও আমারমায়ের কাছে যাচ্ছি 
তো সেই অনুযায়ী বাচ্চাকাচ্চাদের তাদেরমায়েরকাছেই যাওয়া উচিত 


এক স্বামীর তার স্ত্রীকে পেটানোর ইচ্ছাহয়েছে, কিন্তু স্ত্রীর কোন দোষ পাচ্ছে না সে অনেকভেবেও স্ত্রীকে মারার কোন ছুতোখুঁজে পায় না হঠাৎস্বামী দেখলো বাড়ির উঠানে একটি কুকুর শুয়ে আছে এটা দেখেআর দেরি না করে দ্রুত ঘরে ঢুকে স্ত্রীকে পেটাতে থাকে 
স্ত্রীঃ (কাঁদো কণ্ঠে) আমারে মারতাছক্যান? আমি কি করছি?
স্বামীঃ বাইরে এতক্ষণ ধইরা রোদের মধ্যে একটা কুত্তা শুইয়া রইছে, তুই বালিশদেস নাই ক্যান? 


স্ত্রী: কখনো ভেবেদেখেছ, আমি একদিন মরে যাব 
স্বামী: না না! তুমি মরে গেলেআমিও যে মারা যাব! 
স্ত্রী: কিন্তু কেন? 
স্বামী: কারণ এত আনন্দ আমি সহ্¨ করতেপারব না!