Navi

খরগোশের সাদা প্রসাব হওয়ার কারণ ও চিকিৎসা।

আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন।
খরগোশ এর প্রসাবের রং সাদা হয় কেন কারণ কি....? হঠাৎ করেই খরগোশ সাদা প্রসাব করলে অনেকের দুশ্চিন্তা হতে পারে। তবে এটা তেমন মারত্নক কোন রোগ নয়, এবার জেনে নিন কি কারণে এমন সমস্যা হয়ে থাকে।

hasan21bd.blogspot.com

খরগোশ সাদা রংয়ের প্রসাব করলে আপনাকে দেখতে হবে কোন খাবার খেয়ে সাদা প্রসাব করছে। এবার দেখুন যেসব খাবারের কারণে সাদা রংয়ের প্রসাব করে। যেমন,

১ = পিলেট খাওয়ার কারণে।

hasan21bd.blogspot.com

২ = পাতাকপি খেয়ে
৩ = মুলা, শালগম, বিটকপি ইত্যাদি খেয়েও খরগোশ এর প্রসাব সাদা রংয়ের হতে পারে।

এবার আশাকরি বুঝতে পেরেছেন। তাই এই বিষয়টি নিয়ে টেনশন করা বা ডাক্তারের কাছে যাওয়ার কোন প্রয়োজন নেই। হলুদ রংয়ের প্রসাব করলে খরগোশকে সবুজ শাক সবজি খেতে দিন তাহলে খরগোশ স্ববাবিক ভাবে প্রসাব করবে।


এই টিউটোরিয়াল থেকে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।