Navi

কম্পিউটার বার বার রিস্টার্ট এর কারণ ও তার সমাধান


গুরুত্বপুর্ন কোন কাজ করার সময় হঠাৎ কম্পিউটার রিস্টার্ট নিলে তখন ভোগান্তির আর শেষ থাকেনা। তাই যেসব কারনে কম্পিউটার রিস্টার্ট হয় সেসব করন খুজে বের করে সমাধান করলে এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে জেনে নিন কম্পিউটার রিস্টাটের কারন সমুহ ও তার সমাধান।

১) কম্পিউটারে ভাইরাস আক্রমন করলে হাঠৎ রিস্টার্ট হতে পারে।
২) প্রসেসর অতিরিক্ত গরম হলে রিস্টার্ট হতে পারে।
৩) কম্পিউটারে র‌্যাম ঠিকমত বসানো না হলে বা মাদার বোর্ড র‌্যাম সাপোর্ট না করলে রিস্টার্ট হতে পারে।
৪) হার্ডডিস্কে ব্যাড সেক্টর পড়লে এবং সেই স্থান থেকে ডাটা রিড করার চেস্টা করলে কম্পিউটার রিস্টার্ট হতে পারে।
৫) হার্ডডিস্ক অতিরিক্ত গরম হলে কম্পিউটার রিস্টার্ট হতে পারে।
৬) পিসি কনফিগারেশন এর সাথে সফটয়্যার বা গেমস্ এর সমন্ব না হলে কম্পিউটার রিস্টার্ট হতে পারে।
৭) অপারেটিং সিস্টেম ক্রাশ করলে কম্পিউটার রিস্টার্ট হতে পারে।
৮) বিভিন্ন হার্ডওয়্যার মাদার বোর্ডে ঠিকমত কানেক্ট না থাকলে বা লুজ কানেকশনের কারনে।
৯) র‌্যাম এ অতিরিক্ত চাপ পড়লে কম্পিউটার রিস্টার্ট হতে পারে।
১০) বায়োস সেটিংস্ এ সমস্যা ও বিদুৎ ভোল্টেজ এর  ওঠা নামার কারনে।
১১) CPU এর যন্ত্রাশেং অতিরিক্ত ধুলো বালি পড়ে কম্পিউটার রিস্টার্ট হতে পারে।

সমাধান

প্রথমত ভালো মানের আপডেটেড এন্টিভাইরাস ব্যবহার করা। কম্পিউটারের অভ্যান্তরিন আলো বাতাস যাতে বের হতে পারে সে ব্যবস্থা করা, প্রয়োজনে প্রচুর আলো বাতাস আছে এমন স্থানে সিপিউ রাখা। নিয়মিত হার্ডডিস্ক ডিফ্রাগমেন্ট করা। নিয়মিত কম্পিউটারের ধুলোবালি পরিস্কার করা, UPS ব্যবহার করা।

নিয়ে নিন হুমায়ুন আহমেদ এর হিমু ও মিসির আলি সিরিজের বই গুলো।



আসসালামু আলাইকুম আশাকরি ভালো আছেন, হুমায়ুন আহমেদ বাংলাদেশের শ্রেষ্ট লেখকদের একজন। লেখালেখি শুরু করনে সত্তর দশকের শেষের দিকে এবং মৃত্যুর আগ পর্যন্ত প্রায় দুই শতাধিক গ্রন্থ রচনা করেছেন। তার উপন্যাসে হিমু ও মিসির আলি চরিত্র গুলি যুবক শ্রেনির মধ্যে ব্যপক জনপ্রিয়। তাই আপনাদের জন্য হিমু সিরিজের ২৫ টি ও মিসির আলি সিরিজের ২০ টি  বই শেয়ার করছি। প্রত্যেকটা বই ডায়রেক ডাউনলোড লিংক এর মাধ্যমে ডাউনলোড হবে।


হিমু সিরিজ -  Himu  siriz 

ময়ুরাক্ষী                                  
একজন হিমু কয়েকটি ঝিঁঝিঁ পোকা                        
হিমুর রুপালি রাত্রী                                
হিমু রিমান্ডে                                                         
হিমুর বাবার কথামালা
ময়ুরাক্ষীর তীরে প্রথম হিমু                                       
আঙ্গুল কাটা জগলু                                     
তোমাদের এই নগরে                                               
হিমু মামা
হিমু এবং একটি রাশিয়ান পরী                                   
এবং হিমু
হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম
দরজার ওপাশে                                                           
আজ হিমুর বিয়ে                                                         
হিমুর নীল জোছনা                                                       
হলুদ হিমু কালো র‌্যাব                                                   
হিমুর আছে জল                                                         
হিমুর দ্বিতীয় প্রহর                                                       
হিমুর মধ্য দুপুর


মিসির আলী সিরিজ - Misir ali siriz



মিসির আলির চশমা
মিসির আলির অমিমাংসিতো রহস্য
মিসির আলি আনসলভ্
অন্যভূবন
মিসির আলি আপনি কোথায়
দেবী
নিশীথিনী ( দেবীর সিক্যুয়েল )
যখন নামিবে আঁধার
হরতন ইসকাপন
ভয়
বৃহন্নলা
বিপদ 
পুফি
নিষাদ 
অনীশ
বাঘবিন্দি মিসির আলী - ১
বাঘবিন্দি মিসির আলী - ২
তন্দ্রাবিলাস
আমি এবং আমরা
কহেন কবি কালিদাস

Wise Registry Cleaner ব্যবহার করে উইন্ডোস সেভেন এর গতি বাড়ান।




আসসালামু আলাইকুম আশাকরি ভালো আছেন। আজকে আপনাদের Wise Registry Cleaner এর সাথে পরিচয় করিয়ে দিব। এটি একটি ফ্রিওয়্যার সফটয়্যার, সাইজে ছোট হলেও এর কার্য পরিধি ব্যপক। এটি দ্বারা আপনি রেজিস্ট্রি সংক্রান্ত বিভিন্ন সম্যসার সমাধান করতে পারবেন।


Wise Registry Cleaner এর কাজ কি, আমরা জানি কম্পিউটারে সফটওয়্যার সেটাপ করার পর রেজিস্ট্রি এডিটরে সেই সফটওয়্যার কিছু রেজিস্ট্রি ফাইল জমা করে। এভাবে অত্যাধিক সফটয়্যার সেটাপ করার কারনে অত্যাধিক পরিমান রেজিস্ট্রি ফাইল জমা হয়। ফলে কম্পিউটার স্লো হযে যায়, তাই কম্পিউটার কে পুনারয় গতিশিল করতে এই সফটয়্যার ব্যবহার করতে পারেন।

 এছাড়াও কোন সফটয়্যার সেটাপ করার সময় আপনার পিসিতে কোন সমস্যা দেখা দিলো ফলে আপনি সফটয়্যারটি সমপূর্ন ভাবে সেটাপ করতে পারলেন না। সে ক্ষেত্রে পুনরায় সেই সফটয়্যারটি সেটাপ দিতে হলে আপনাকে রেজিস্ট্রি এডিট করে সেই সফট্যায়ারটি সেটাপ দিতে হবে। এ ক্ষেত্রে আপনি বিভিন্নি সফটয়্যার ব্যবহার করে রেজিস্ট্রি সম্পাদনার কাজ করতে পারেন আবার ব্যবহার না করেও ম্যনুয়ালিও করতে পারেন। তবে সময় সল্পতার করনে বেশিরভাগ মানুষ বিভিন্ন রেজিস্ট্রি এডিটর ব্যবহার করে। এছাড়াও রেজিস্ট্রি এডিটর এর বিভিন্ন বিষয় নিয়ে নিচে আলোচনা করা হল।

১ = মনে করুন কোন সফটওয়্যার ইন্সটল শেষে ক্রাক করার পর ওপেন করতে হবে। কিন্তু ভুলে সেটাফ শেষে ওপেন করলেন ফলাফল সফটওয়্যারটি ক্রাক হয়নি। অর্থাৎ ক্রাক করার পরও ব্যবহার করার সময় বিভিন্ন মেসেজ দেয় যেমন,আপনাকে সিরিয়াল কী দিয়ে রেজিস্ট্রেশন করতে বলে। এই সম্যসার সামাধান  দিতে পারে Wise Registry Cleaner

২ = ধরুন বর্তমানে আপনি IDM = Internet Download Manager এর পুরাতন ভার্সন 6.23 ব্যবহার করছেন   কিন্তু বর্তমানে IDM এর লেটেস্ট ভার্সনটি ব্যবহার করতে হলে আপনাকে পিসি নতুন করে সেটাফ দিয়ে ব্যবহার করতে হবে। কিন্তু আপনি Wise Registry Cleaner ব্যবহার করে সেটাফ না দিয়েই IDM এর লেটেস্ট ভার্সনটি ব্যবহার করতে পারবেন।

৩ =  বিশেষ করে যেসব পিসিতে বিজয় সফটয়্যার ব্যবহার  করেন তারা একটি বিষয় খেয়াল করে দেখবেন পিসি ওপেন করার অনেক পরে বিজয় সফটয়্যার ওপেন হয়, কারন পিসি ধীর গতির হয়ে গেলে এমনটি হয়। তাই সেসব পিসিতে Wise Registry Cleaner ব্যবহার করলে বিজয় সফটয়্যার খুব দ্রুত ওপেন হয়।

৪ = ট্রায়াল ভার্সন সফটয়্যার মেয়াদ উত্তীর্ন হওয়ার পরও আপনি Wise Registry Cleaner এর মধ্যমে পুনারায় নতুন করে ব্যবহার করতে পারবেন।

Wise Registry Cleaner যেভাবে ব্যবহার করবেন, প্রথমে ফ্রিওয়্যার ভার্সনটি এখান থেকে ডাউনলোড করুন। এর পর সেটাপ প্রক্রিয়া শেষে কম্পিউটার Restart দিন এর পর কম্পিউটারের সব প্রোগ্রাম ক্লোজ করে দিয়ে নিচের চিত্রের মত কাজ করুন।



Scan হওয়ার সময় নিচের মত দেখাবে


Scan শেষ হলে নিচের মত দেখাবে এবং Clean বাটনে ক্লিক করুন



এর পর Registry Defrag অংশে ক্লিক করে Analyze অপশনে ক্লিক করুন


Analyze অপশনে ক্লিক করার পর নিচের মত দেখাবে, এবং প্রক্রিয়াটি সম্পূর্ন
 শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

Analyze শেষ হলে নিচের মত দেখোবে Note

এটি Windows 8.1 এ ভালো কাজ করে না, শুধু মাত্র এটি উইন্ডোস সেভেন এর জন্য। এই সফটয়্যারটি সব সফটয়্যার এর রেজিস্ট্রি সংক্রান্ত সম্যসার সমাধান করতে পারেনা।

ইয়াসিন সূরার ফজিলত এবং অডিও ফাইল নিয়ে নিন।



আসসালামু আলাইকুম আশাকরি আছেন,আজকে ব্লগের প্রথম পোস্ট সূরা ইয়াসিন এর মাধ্যমে শুরু করলাম। এই পর্বে থাকছে সূরা ইয়াসিনের ফজিলত এবং অডিও সূরা। সূরা ইয়াসিন কে বলা হয় আল কোরআনের হৃদয়। সূরা ইয়াসিন  মক্কায় অবতীর্ন হয়েছে এবং এর ৮৩ টি আয়াত ও ৫ টি রুকু রয়েছে।


সূরা ইয়াসিন নাযিল এর কারণ : মক্কার কাফের মুশরিকরা যখন হযরত মুহাম্মদ ( সা:) কে ইয়াতিম ও নিরক্ষর বলে উপহাস করতো এবং বলতো সে কীভাবে নবুয়তের দাবী করতে পারে তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন। এবং এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সত্যতা প্রমান করেছেন।


ইয়াসিন সূরার ফজিলত

১ = তিরমিজী শরীফে উল্লেখ আছে এই সূরা একবার পাঠ করলে দশবার কোরআন খতমের নেকী হয়।

২ = এবং যে ব্যাক্তি এই সূরা বেশি বেশি পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে।

৩ = বিভিন্ন ওলামায়ে কেরামগন বরননা করেছেন এই সূরা পাঠ করিলে মৃত্যু যন্ত্রনা লাঘব হয় এবং কবরের কাছে এই সূরা পাঠ করিলে কবর আযাব থেমে যায়।

৪ = হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের রা: বলেন যদি কোন ব্যক্তি সূরা ইয়াসিন অভাব অনটনের সময় পাঠ করে তাহলে তার অভাব দূর হয় এবং সংসারে শান্তি ও রিজিক বরকত লাভ হয়।

৫ = এ সূরা পাঠকারী জন্য কেয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশকারী হবে এবং আল্লাহ তা কবুল করবেন।

এছাড়াও সূরা ইয়াসিনের বহু ফজিলত বিভিন্ন হাদিসে উল্লেখ আছে। তাই যদি সম্ভব হয় প্রতিদিন সকালে একবার পাঠ করা উচিত।

অডিও ফাইল
অডিও সূরার সাইজ 5.55 MB এবং অডিও লেন্থ 48.26 মিনিট ডাউনলেড করুন

 Sura yeasin