আসসালামু আলাইকুম আশাকরি ভালো আছেন। আজকে আপনাদের Wise Registry Cleaner এর সাথে পরিচয় করিয়ে দিব। এটি একটি ফ্রিওয়্যার সফটয়্যার, সাইজে ছোট হলেও এর কার্য পরিধি ব্যপক। এটি দ্বারা আপনি রেজিস্ট্রি সংক্রান্ত বিভিন্ন সম্যসার সমাধান করতে পারবেন।
Wise Registry Cleaner এর কাজ কি, আমরা জানি কম্পিউটারে সফটওয়্যার সেটাপ করার পর রেজিস্ট্রি এডিটরে সেই সফটওয়্যার কিছু রেজিস্ট্রি ফাইল জমা করে। এভাবে অত্যাধিক সফটয়্যার সেটাপ করার কারনে অত্যাধিক পরিমান রেজিস্ট্রি ফাইল জমা হয়। ফলে কম্পিউটার স্লো হযে যায়, তাই কম্পিউটার কে পুনারয় গতিশিল করতে এই সফটয়্যার ব্যবহার করতে পারেন।
এছাড়াও কোন সফটয়্যার সেটাপ করার সময় আপনার পিসিতে কোন সমস্যা দেখা দিলো ফলে আপনি সফটয়্যারটি সমপূর্ন ভাবে সেটাপ করতে পারলেন না। সে ক্ষেত্রে পুনরায় সেই সফটয়্যারটি সেটাপ দিতে হলে আপনাকে রেজিস্ট্রি এডিট করে সেই সফট্যায়ারটি সেটাপ দিতে হবে। এ ক্ষেত্রে আপনি বিভিন্নি সফটয়্যার ব্যবহার করে রেজিস্ট্রি সম্পাদনার কাজ করতে পারেন আবার ব্যবহার না করেও ম্যনুয়ালিও করতে পারেন। তবে সময় সল্পতার করনে বেশিরভাগ মানুষ বিভিন্ন রেজিস্ট্রি এডিটর ব্যবহার করে। এছাড়াও রেজিস্ট্রি এডিটর এর বিভিন্ন বিষয় নিয়ে নিচে আলোচনা করা হল।
১ = মনে করুন কোন সফটওয়্যার ইন্সটল শেষে ক্রাক করার পর ওপেন করতে হবে। কিন্তু ভুলে সেটাফ শেষে ওপেন করলেন ফলাফল সফটওয়্যারটি ক্রাক হয়নি। অর্থাৎ ক্রাক করার পরও ব্যবহার করার সময় বিভিন্ন মেসেজ দেয় যেমন,আপনাকে সিরিয়াল কী দিয়ে রেজিস্ট্রেশন করতে বলে। এই সম্যসার সামাধান দিতে পারে Wise Registry Cleaner২ = ধরুন বর্তমানে আপনি IDM = Internet Download Manager এর পুরাতন ভার্সন 6.23 ব্যবহার করছেন কিন্তু বর্তমানে IDM এর লেটেস্ট ভার্সনটি ব্যবহার করতে হলে আপনাকে পিসি নতুন করে সেটাফ দিয়ে ব্যবহার করতে হবে। কিন্তু আপনি Wise Registry Cleaner ব্যবহার করে সেটাফ না দিয়েই IDM এর লেটেস্ট ভার্সনটি ব্যবহার করতে পারবেন।
৩ = বিশেষ করে যেসব পিসিতে বিজয় সফটয়্যার ব্যবহার করেন তারা একটি বিষয় খেয়াল করে দেখবেন পিসি ওপেন করার অনেক পরে বিজয় সফটয়্যার ওপেন হয়, কারন পিসি ধীর গতির হয়ে গেলে এমনটি হয়। তাই সেসব পিসিতে Wise Registry Cleaner ব্যবহার করলে বিজয় সফটয়্যার খুব দ্রুত ওপেন হয়।
৪ = ট্রায়াল ভার্সন সফটয়্যার মেয়াদ উত্তীর্ন হওয়ার পরও আপনি Wise Registry Cleaner এর মধ্যমে পুনারায় নতুন করে ব্যবহার করতে পারবেন।
Wise Registry Cleaner যেভাবে ব্যবহার করবেন, প্রথমে ফ্রিওয়্যার ভার্সনটি এখান থেকে ডাউনলোড করুন। এর পর সেটাপ প্রক্রিয়া শেষে কম্পিউটার Restart দিন এর পর কম্পিউটারের সব প্রোগ্রাম ক্লোজ করে দিয়ে নিচের চিত্রের মত কাজ করুন।
Scan হওয়ার সময় নিচের মত দেখাবে
Scan শেষ হলে নিচের মত দেখাবে এবং Clean বাটনে ক্লিক করুন
Analyze অপশনে ক্লিক করার পর নিচের মত দেখাবে, এবং প্রক্রিয়াটি সম্পূর্ন
শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।Analyze শেষ হলে নিচের মত দেখোবে Note
এটি Windows 8.1 এ ভালো কাজ করে না, শুধু মাত্র এটি উইন্ডোস সেভেন এর জন্য। এই সফটয়্যারটি সব সফটয়্যার এর রেজিস্ট্রি সংক্রান্ত সম্যসার সমাধান করতে পারেনা।