আসসালামু আলাইকুম,
আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা বিভিন্ন ছবি কম্প্রেস করার জন্য এডোব ফটোশপ ব্যবহার করি। তবে সহজ উপায়ে এই কাজটি আপনি Caesium ব্যবহার করে করতে পারেন। কিভাবে এই সফটওয়্যার এর মাধ্যমে ছবি কম্প্রেস করবেন দেখে নিন।
ওপেন করার পরে নিচের মত Caesium এর ইন্টারফেস দেখতে পাবেন।
প্রথমে ১ নং অপশনে ক্লিক করে আপনার যে ছবিটি এডিট করতে চান সেটি ওপেন করুন।
২ = এই অপশনের মাধ্যমে ছবির রেজুলেশন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন।
৩ = এই ছবির মাধ্যমে ছবির ফ্যরমেট সিলেক্ট করুন।
৪ = এই অপশনের মাধ্যমে ছবিটি কোন ফোল্ডারে সেভ হবে দেখিয়ে দিন।
৫ = এই অপশনের মাধ্যমে ছবি কম্প্রেস করুন।
৬ = একাধিক ছবি ক্লিন করার জন্য এই অপশনটি ব্যবহার করুন।
৭ = আপনার কম্প্রেস করা ছবির প্রিভিউ দেখতে এই অপশনটি ব্যবহার করুন।
৮ = এই অপশনের মাধ্যমে বিভিন্ন রেজুলেশনের ছবি সব একই রকম সাইজের করতে পারবেন।