আসসালামু আলাইকুম,
আশাকরি সবাই ভালো আছেন।আজকে মেল ফিমেল সনাক্ত করার কিছু উপায় নিয়ে আলোচনা করব। প্রায়ই বিভিন্ন গ্রুপে খরগোশ কিভাবে মিল ফিমেল সনাক্ত করতে হয় এই বিষয়ে আলোচনা হয়।
![]() |
খরগোশ মেল ফিমেল সনাক্ত করার উপায়। |
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি মেল ফিমেল সনাক্ত করার জন্য বাচ্চা জন্মের পর ৪ মাস অপেক্ষা করতে হবে, তার আগে সম্ভব নয়। তবে যেসব মানুষ দির্ঘদিন খরগোশ পালন করেন তারা দূর থেকে দেখলেই মেল, ফিমেল সনাক্ত করতে পারেন। আমার খরগোশ গুলো দূর থেকে দেখেই মেল ফিমেল সনাক্ত করতে পারি। মেল ফিমেল সনাক্ত করার দুটি উপায় আপনাদের জন্য শেয়ার করছি,
১ = ভালো করে খেয়াল করলে বোঝা যায় ফিমেল খরগোশের মুখমন্ডল কিছুটা শুকনো টাইপের হয় এবং মেল খরগোশের মুখ কিছুটা ভারি হবে।
২ = লিঙ্গ দেখে, অর্থাৎ খরগোশের বাচ্চার বয়স ৪ মাসের পর থেকেই লিঙ্গ দেখে যে কেউ মেল ফিমেল সনাক্ত করতে পারবে ।
মেল, ফিমেল সনাক্ত করার প্রশ্নে কারো মত ৮ মাস আবার কারো মতে ৫ মাস আবার বিভিন্ন লোক গুগলে সার্চ দিয়ে কিছু ছবি বের করে দেখায় যা নেটের বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায়। তাই আমার নিজের তোলা কিছু ছবি দিয়ে মেল, ফিমেল সনাক্ত করার উপায় দেখাচ্ছি। নিচের ফিমেল খরগোশের ছবি দেখে নিন।
![]() |
Femel rabbit |
মেল খরগোশ ঃ মেল খরগোশের অন্ডকোষ দেখে সহজেই বোঝা যায়।