এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য নোটপ্যড ওপেন করে আপনার প্রয়োজনিয় ডকুমেন্ট লিখুন।ইচ্ছে করলে আপনি বাংলা ফন্ট ও ফন্টের সাইজ পরিবর্তন করে নিতে পারেন।এজন্য নোটপ্যডের Format অপশন থেকে Font অপশনে গিয়ে ৩ টি অপশন দেখতে পাবেন। সেখান থেকে প্রয়োজন অনুযায়ি Font, Font style & Font size পরিবর্তন করে নিতে পারবেন।
লেখা শেষে সেভ করার সময় UTF-8 ফরমেটে সিলেক্ট করে সেভ করুন তাহলে আর ফন্ট ভেঙ্গে যাবে না।